দার্জিলিংয়ে তৈরি হল মুখ্যমন্ত্রীর নতুন সচিবালয়, চলতি মাসেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

দার্জিলিংয়ে তৈরি হল মুখ্যমন্ত্রীর নতুন সচিবালয়। দার্জিলিঙের রিচমন্ড হিলে তৈরি হয়েছে এই সচিবালয়। দার্জিলিংয়ে গেলে রিচমন্ড হিলেই থাকেন মুখ্যমন্ত্রী। তাই সেখানেই বানানো হয়েছে এই সচিবালয়। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এই শাখা সচিবালয় বানিয়েছে। আগামী ২৭ ডিসেম্বর দার্জিলিংয়ে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।

উত্তরবঙ্গে থাকাকালীন তিনি উদ্বোধন করবেন নতুন এই শাখা সচিবালয়ের। বুধবার সচিবালয় পরিদর্শনে যান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নাবালাম। সাবিনা ইয়াসমিন বলেন, মুখ্যমন্ত্রী উদ্বোধন করার আগে আমরা একবার পরিদর্শন করে গেলাম। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে গেলাম। এই সচিবালয়ে আছে একটি অফিস। একটি কনফারেন্স রুম ও একটি রান্নাঘর।

ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছিলেন, উত্তরবঙ্গবাসীর মধ্যে বঞ্চনা ও অবহেলা নিয়ে অভিমান দূর করার চেষ্টা করবেন। উত্তরবঙ্গের মানুষের অভাব অভিযোগ মেটানোর জন্য নবান্নের মুখাপেক্ষী হয়ে থাকতে হত। তাই উত্তরবঙ্গের নিজস্ব সচিবালয় উত্তরকন্যা গড়ে মমতা সরকার। ২০১৪ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়িতে উত্তরকন্যার উদ্বোধন করেন। আর এবার দার্জিলিংয়ে তৈরি হল মুখ্যমন্ত্রীর নতুন সচিবালয়।

Comments are closed.