ধর্মঘটের প্রথম দিনই খুলে গেল বন্ধ কারখানা

মোদী সরকারের জনবিরোধী নীতি ও শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে দু’দিনের ভারত বনধের ডাক দিয়েছে বামেরা। ২৮ ও ২৯ তারিখ সর্বভারতীয় কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি এই বনধের ডাক দিয়েছে। অন্যদিকে ধর্মঘটের দিনই একটি বন্ধ কারখানা খুলে গেল হলদিয়ায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল।

সোমবার রীতিমত অনুষ্ঠান করে খুলে যায় কাসভি স্টিল কোম্পানির নতুন এই কারখানাটি। দু’বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল এই কারখানা। ২০০ কোটি টাকা বিনিয়োগ করে নতুন পথ চলা শুরু করল এই কারখানা।

উল্লেখ্য, ‘জনগণকে বাঁচাও এবং জাতিকে বাঁচাও’ নামে কর্মসূচি নিয়ে ১২ দফা দাবিতে ভারতব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনের নেতৃত্ব। এই বনধে সামিল হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চাও। এই দুদিনের বনধে রাজ্যে খোলা থাকবে সব অফিস। যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছে পুলিশকে রাজ্য সরকার।

 

 

Comments are closed.