ভবানীপুরে খুন: দম্পতির ছোট মেয়েকে ফোন মুখ্যমন্ত্রীর, দ্রুত তদন্তের আশ্বাস 

ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে নিহত দম্পতির ছোট মেয়েকে ফোন করেন মুখ্যমন্ত্রী। শোক প্রকাশের পাশাপাশি দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। 

মঙ্গলবার রাতেই ঘটনাস্থলে যান কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পুলিশ কমিশনার বিনীত গোয়েলও ঘটনাস্থলে গিয়ে ছিলেন। এছাড়াও স্থানীয় কাউন্সিলর কাজরী ব্যানার্জিও যান সেখানে। মঙ্গলবার রাত থেকেই পুলিশের একাধিক উচ্চ্ পদস্থ আধিকারিক উপস্থিত রয়েছেন ঘটনাস্থলে। 

এদিকে ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় খুনের ঘটনায় বিস্মিত অনেকে। তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পুলিশ সূত্রে খবর, দম্পতি খুনে বুধবার তিন জনকে জেরা করা হবে। জিজ্ঞাসাবাদ করা হবে, ব্যবসায়ীর বাড়ির পরিচারিকাকে। সেই সঙ্গে নির্মীয়মান বহুতলের এক ঠিক শ্রমিককেও এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারীরা। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে নিহত ব্যবসায়ীর কললিস্টও। এদিকে খুনের পর রহস্যজনকভাবে ব্যবসায়ীর দুটি ফোন পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে ভবানীপুরের জোড়া খুন ঘিরে একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে তৎপর লালবাজার। সূত্রের সন্ধানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ।   

Comments are closed.