কোভিড বিধি মেনে পুজো হচ্ছে কিনা, দক্ষিণ কলকাতার বড় বড় পুজোগুলি পরিদর্শন করলেন কলকাতার সিপি

পুজোর আগে মণ্ডপ পরিদর্শন করলেন কলকাতার সিপি সৌমেন মিত্র। কোভিড বিধি মেনে পুজো হচ্ছে কিনা তা ঘুরে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার। মঙ্গলবার সৌমেন মিত্রের সঙ্গে ছিলেন দমকল ও সিইএসসির আধিকারিকরাও।

দক্ষিণ কলকাতার একডালিয়া, চেতলা অগ্রণী, নিউ আলিপুর সুরুচি সংঘ, দেশপ্রিয় পার্ক সহ ১৮টি পুজো পরিদর্শন করে কলকাতা পুলিশ, দমকল ও সিইএসসি। বোসপুকুর, শীতলা মন্দির, তালবাগানের পুজো মণ্ডপও পরিদর্শন করে কলকাতা পুলিশ। অন্যদিকে বিধাননগরের পুজো ঘুরে দেখছেন বিধাননগরের কমিশনার।

১০ থেকে ২০ অক্টোবর রাতে কোভিড বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য সরকারও। কিন্তু মণ্ডপে নো এন্ট্রি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাই হাইকোর্টের নির্দেশ মেনে মণ্ডপ তৈরি হয়েছে কি না, তা সোমবার সরেজমিনে খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার। প্যান্ডেল ঘুরে দেখার সঙ্গে মণ্ডপে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে কলকাতা পুলিশ।

Comments are closed.