প্রায় সাড়ে চারদিন ৮০ ফুট গভীর কুয়োয় আটকে থাকার পর উদ্ধার হল মূক ও বধির বালক

প্রায় সাড়ে চার দিন কুয়োয় আটকে থাকার পর উদ্ধার করা হল ১১ বছরের রাহুলকে। ছত্তীসগঢ়ের পিহরিদ গ্রামের বাসিন্দা মূক ও বধির রাহুল সাহু একটি ৮০ ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে যায়। প্রথমে তাঁকে উদ্ধার করতে নেমে পড়েন গ্রামবাসীরা।

কিন্তু সেই চেষ্টা বিফল হওয়ায় স্থানীয় প্রশাসন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা ও পুলিশ রাহুলকে উদ্ধার করতে মাঠে নেমে পড়ে। তাকে বাঁচিয়ে রাখার জন্য শীঘ্রই অক্সিজেন সরবরাহের জন্য একটি পাইপলাইন তৈরি করে কুয়োর ভিতর পাঠানো হয়। প্রায় ১১০ ঘন্টা চেষ্টার পর উদ্ধার করা হয় তাঁকে। এই নিয়ে একটি টুইট করেছেন ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। টুইটে তিনি লেখেন, মূক ও বধির ওই বালককে উদ্ধার করার চ্যালেঞ্জটা বড় ছিল। সকলের প্রার্থনা এবং উদ্ধারকারী দলের নিরলস, নিবেদিত প্রচেষ্টায় রাহুল সাহুকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এটাই আমাদের কামনা।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার খেলতে খেলতে মালখারোদা ব্লকের পিহরিদ গ্রামে নিজের বাড়ির পিছনের একটি কুয়োতে পড়ে যায় রাহুল।
৮০ ফুট কুয়োর একদম নীচে পড়ে যায়নি সে। ৬০ ফুট গভীরে আটকে গিয়েছিল সে। প্রায় ৫০০ জন মানুষের প্রচেষ্টার পরেও গুজরাট থেকে বিশেষ উদ্ধারকারী একটি রোবট আনা হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার গভীর রাতে রাহুলকে কুয়ো থেকে তুলে আনা হয়। তবে শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা আছে রাহুলের। স্থানীয় একটি হাসপাতালে তাঁকে রাখা হয়েছে।

Comments are closed.