জুতো দিয়ে মণ্ডপ সজ্জা, আইনি নোটিশ পেল দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটি

আইনি নোটিশ পেল দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটি। এবার জুতো দিয়ে মণ্ডপ সাজিয়েছে তাঁরা। আর এতেই ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে এই পুজো কমিটি। তাই দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটিকে আইনি নোটিশ ধরালেন এক আইনজীবী।

দুর্গামণ্ডপ জুতো দিয়ে সাজানো নিয়ে সরব হয়েছে বিজেপিও। এই বছর পুজোর থিম গত এক বছর ধরে চলতে থাকা কৃষক আন্দোলন। তাই পুজো মণ্ডপে ব্যবহার করা হয়েছে হাওয়াই চটি। অভিযোগ মা দুর্গার পুজোয় চটি ব্যবহার করা ঠিক নয়। কৃষক আন্দোলনের প্রতীক হিসেবে মণ্ডপের ঢোকার মুখেই বসানো হয়েছে ট্রাক্টর। মণ্ডপের গায়েও ছোট ছোট কাগজে লেখা আছে, ‘পূর্ণ হোক কৃষকের স্বপ্ন’।

এছাড়াও সম্প্রতি উত্তরপ্রদেশের লখিমপুরকাণ্ড তুলে ধরা হয়েছে মণ্ডপে। কাগজের টুকরোতে লেখা, ‘লখিমপুর খেরি, তোমায় ভুলছি না’।

Comments are closed.