মহিলা অঙ্গনওয়ারি কর্মীর ‘অন্য শিক্ষালয়’, পড়ুয়াদের বাড়িতে ডেকে শুরু হল পড়াশোনা

কোভিড পরিস্থিতিতে দীর্ঘ ২ বছর বন্ধ স্কুল। বর্তমানে অষ্টম শ্রেণী থেকে স্কুল শুরু হলেও ছোটদের জন্য বন্ধ স্কুলের দরজা। তাই ছোট পড়ুয়াদের জন্য চালু হয়েছে পাড়ায় শিক্ষালয়। কিন্তু সেখানেও বিমুখ অনেক পড়ুয়া। তাই পড়ুয়াদের বাড়িতে ডেকে পাড়ায় শিক্ষালয় শুরু হল দক্ষিণ ২৪ পরগনায়।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এর দীঘির পাড়া এলাকার ৩৮০ নম্বর সেন্টারে। এই এলাকার এক অঙ্গনওয়ারি কর্মী পাড়ায় শিক্ষালয় শুরু করার জন্য পাড়ায় পাড়ায় হাজির হন। তাঁরই কেন্দ্রে পড়ুয়াদের বাড়ি থেকে ডেকে নিয়ে এসে শিক্ষাদান করেন। পড়ুয়াদের বাড়ি থেকে ডেকে এনে নির্দিষ্ট একটি এলাকায় শুরু করেন শিক্ষাদান। সেখানে কোভিড বিধি মেনেই শুরু হয় পড়াশোনা। এই অঙ্গনওয়ারি কর্মীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ‘শিশুরা যারা এখনও ডোজ নেয়নি, তাঁদের জন্য পাড়ায় পাড়ায় শিক্ষালয় করতে হবে। সরস্বতী পুজোর পর আইসিডিএস সেন্টারগুলি পাড়ায় পাড়ায় খুলতে শুরু করুক। মিড ডে মিল বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পাড়ায় পাড়ায় শিক্ষালয় করলে ওরা মিড ডে মিলটাও পেয়ে যাবে। সোমবার থেকেই শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। পাড়ায় শিক্ষালয় প্রকল্পে পড়ুয়াদের পাড়ায় পাড়ায় গিয়ে ক্লাস নেবেন স্কুলের শিক্ষক , পার্শ্বশিক্ষক, শিক্ষা সহায়করা। জানা যাচ্ছে, প্রায় ৮০ লক্ষ প্রাথমিক পড়ুয়ার জন্য এই প্রকল্প।

Comments are closed.