ঘরে ঢুকল আলো! ৫০ বছর পর কলকাতার ১৭ টি পরিবার পেল বিদ্যুৎ সংযোগ

স্বাধীনতার পেরিয়ে গিয়েছে ৭৫ বছর। কিন্তু অন্ধকারেই কাটাচ্ছিলেন কলকাতার ১৭ টি পরিবার। অবশেষে আলো পেলেন খোদ কলকাতার বানতলার বাসিন্দারা। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের বানতলা এলাকার ১৭ টি পরিবার বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেলেন। শুক্রবার ওই এলাকার বিদ্যুৎ সংযোগ দেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর সুশান্তকুমার ঘোষ, ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্যন্যা ব্যানার্জি সহ আরও অনেকে।

ঘরে আলো আসতেই খুশি এলাকাবাসীরা। তাঁরা জানিয়েছেন, কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্যোগে বাড়িতে আলো এল। ২০ বছর আগে এলাকায় একটি আলোকস্তম্ভ বসানো হলেও বাসিন্দাদের ঘরে আলো যায়নি৷ ওই আলোকস্তম্ভের আলোতেই ছেলে মেয়েরা পড়াশোনা করত। অবশেষে সমস্যা সমাধানে এগিয়ে আসেন ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ৷ কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে তিনি তুলে ধরেন এই সমস্যার কথা ৷ তখনই মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়ে ছিলেন বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে খুব শীঘ্র ৷ দফায় দফায় বৈঠক হয় বিদ্যুৎ দফতরের সঙ্গে ৷ অবশেষে শুক্রবার বিদ্যুৎ সংযোগ পেলেন এই এলাকার বাসিন্দারা ৷

এই প্রসঙ্গে সুশান্তকুমার ঘোষ বলেন, ১০৮ ওয়ার্ডে কাউন্সিলর হওয়ার পর এই এলাকার উন্নয়নই ছিল প্রধান লক্ষ্য। এই এলাকায় বিদ্যুৎ সংযোগের বিষয়ে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জানাই। ফিরহাদ হাকিম এবং বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের সহযোগিতায় আমার লক্ষ্য পূরণ হল।

Comments are closed.