চোখ, কান, মুখ দিয়ে ছবি এঁকে ‘ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে’ নাম বাংলার যুবকের, দেখুন ভিডিও

কখনও চোখ দিয়ে আবার কখনও মুখ দিয়ে মাঝে মাঝে কানে তুলি গুঁজেও অনায়াসে তিনি এঁকে ফেলেন ছবি। এই প্রতিভার জন্য ইতিমধ্যেই ‘ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস’ ও ‘ন্যাশনাল বুক অফ রেকর্ডস’-এ নাম তুলে ফেলেছেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যুবক সমরেশ মাইতি। এবার তিনি পাখির চোখ করেছেন ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ডস’-এ নাম তোলার। দারিদ্রকে সঙ্গী করেই বড় হয়েছে সে। কিন্তু প্রতিভা নিয়েই জন্মেছিলেন তিনি। তাই লক্ষ্য ছিল কিছু করে বাংলার নাম উজ্জ্বল করবেন। তাই ৫ জনের থেকে আলাদা ভাবেই ক্যানভাসে ছবি ফুটিয়ে তোলার কায়েদা খুব সহজেই আয়ত্ত্ব করেন।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটা চোখ দিয়ে তুলি ধরে অনায়াসে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আকঁছেন তিনি। তাঁর এই ভিডিও দেখে ফেলেছেন কয়েক হাজার মানুষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। দেশ, বিদেশের হাজার হাজার মানুষ কুর্নিশ কুড়িয়ে নিয়েছেন বাংলার প্রত্যন্ত গ্রামের এই যুবক।

ফেসবুকের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মাটির উনুন থেকে ছাঁই নিয়ে ক্যানভাসে একটি সুন্দর ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। এই প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ। আবার অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সে মুখের সাহায্যে তুলি দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন বিরাট কোহলির ছবি।

ছোট থেকেই ভালো ছবি আঁকতেন। তাই কঠোর অনুশীলন করেছিলেন তিনি। রবীন্দ্রনাথ থেকে নজরুল, লতা মঙ্গেশকর ও যেকোনও ব্যক্তিত্বের ছবি অনায়াসে মুখ, চোখ ও কানের মধ্যে তুলি গুঁজে এঁকে ফেলছেন তিনি। শরীরের বিভিন্ন অংশে একসঙ্গে ২২ টি তুলি গুঁজে অনায়াসেই মাত্র ২ মিনিটেই যে কোনও ছবি এঁকে ফেলেন সমরেশ মাইতি।

Comments are closed.