নিজের রক্ত দিয়ে এঁকেছেন মুখ্যমন্ত্রীর ছবি; তৃণমূল নেত্রীকে অভিনব শ্রদ্ধা দুর্গাপুরের যুবকের  

ছোট থেকেই তৃণমূল নেত্রীর অনুরাগী সুরজিৎ রায়। তাঁর লড়াই, অনমনীয় মনোভাব অনুপ্রাণিত করে সুরজিৎকে। সেই থেকেই মুখ্যমন্ত্রীর ‘ভক্ত’ বছর একুশের সুরজিৎ। মুখ্যমন্ত্রী তাঁর জেলায় আসছেন শুনেই সুরজিৎ ঠিক করেন, প্রিয় নেত্রীকে কিছু উপহার দেবেন। নিজের হাতে আঁকা তৃণমূল নেত্রীর ছবিই মুখ্যমন্ত্রীকে উপহার দেবেন বলে সিদ্ধান্ত নেন সুরজিৎ। 

সুরজিৎ জানায়, প্রথম থেকেই ঠিক করেছিলাম, মুখ্যমন্ত্রীর জন্য উপহারটা বিশেষ হবে। সুরজিৎ নিজে ছবি আঁকতে পারেন। মুখ্যমন্ত্রীর জন্যও ঠিক করলেন ছবিই আঁকবেন। কিন্তু রং পেন্সিল বা তুলি কলম দিয়ে নয়। রক্ত দিয়ে ছবি এঁকে মুখ্যমন্ত্রীকে দেবেন বলে ঠিক করেন সুরজিৎ। জানা গিয়েছে, কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন সুরজিৎ। রক্ত পরীক্ষার জন্য তাঁর রক্ত নেওয়া হয়েছিল। সেখান থেকেই কিছুটা রক্ত নিয়ে মুখ্যমন্ত্রীর ছবি এঁকেছেন তিনি। 

পশ্চিম বর্ধমনের দুর্গাপুরের বাসিন্দা সুরজিৎ। দুর্গাপুরের আমরাই গ্রামে বাড়ি সুরজিতের। মঙ্গলবারই আসানসোলের সভায় মুখ্যমন্ত্রীর হাতে ছবিটি তুলে দিতে চিয়েছিলেন সুরজিৎ। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। জানা গিয়েছে, বুধবারও প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। ওই সভাতেই তৃণমূল নেত্রীকে উপহার দিতে ইচ্ছে প্রকাশ করেছে সুরজিৎ। 

উল্লেখ্য সুরজিৎই প্রথম নয়। এর আগেও মুখ্যমন্ত্রীকে ভালোবেসে বহরমপুর থেকে মুখ্যমন্ত্রীকে উপহার দিতে কালীঘাটে ছুটে এসেছিল এক খুদে। সে সময় মুখ্যমন্ত্রী তার দেখা করে উপহার গ্রহণের পাশপাশি নিজের বইও উপহার দেন। কয়েকদিন আগে রেণুও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানিয়েছেন। এখন দেখার সুরজিৎ প্রিয় নেত্রীর হাতে নিজের আঁকা ছবি তুলে দিতে পারেন কিনা। 

Comments are closed.