আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সতর্ক থাকুন, মমতার করোনা-বার্তা

কোভিড নিয়ে ফের সাধারণ মানুষকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, নার্সিংহোম ও হাসপাতালে ৪০ শতাংশ বেড বাড়াতে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ সহ রাজ্যের একাধিক জায়গায় অক্সিজেন প্লান্ট বসানোর সিদ্ধান্তের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ডায়মন্ডহারবার ও কোচবিহারে পিএসএ প্ল্যান্ট বসেছে।

এদিন করোনা সচেতনতায় মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সংক্রমণের সংখ্যা বাড়বে। মুখ্যমন্ত্রী বলেন, আমি কাউকে ভয় দেখাচ্ছি না। সতর্ক থাকতে বলছি আগামী ১৫ দিন। কেস বাড়বে কিন্তু চিন্তা করার কিছু নেই। মাস্ক ব্যবহার করুন এবং শারীরিক দূরত্ব বজায় রাখুন।

মুখ্যমন্ত্রীর আবেদন, দয়া করে বাসে ভিড় করবেন না। একটু অপেক্ষা করুন। অনেক অফিস কাছারি অর্ধেক হাজিরাতে চলছে তাই রাস্তায় তুলনামূলক ভাবে ভিড় কম হবে। লোকাল ট্রেন বাতিলের প্রসঙ্গে তিনি জানান, কষ্ট হবে জানি, তাই বিনামূল্যে সবাইকে রেশন দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। যে সমস্ত মানুষ ট্রেনের অভাবে জীবিকা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন প্রশাসনকে সবরকম ভাবে তাঁদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের বাইরে কেউ যদি এরকম খবর পান, সঙ্গে সঙ্গে জানানোর কথাও বলেন মমতা ব্যানার্জি। এজন্য জেলা শাসকদের বাড়তি নজর রাখার নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি করোনা মোকাবিলায় রাজ্যে বণিকসভাগুলোকে এগিয়ে আসার ডাক দিয়েছেন মমতা। বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গেও বৈঠকে বসবে রাজ্য সরকার, জানান মমতা। মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলোকেও সরকারের পাশে এগিয়ে আসার আবেদন রেখেছেন।

Comments are closed.