সুরাপ্রেমীদের জন্য সুখবর, রাজ্যে কমছে বিদেশি মদের দাম

সুরাপ্রেমীদের জন্য স্বস্তির খবর। অবশেষে রাজ্যে বিদেশি মদের দাম কমতে চলছে। জানা গিয়েছে, ১৬ নিভেম্বর থেকে পরিবর্তিত দাম লাগু হতে চলেছে। দোকানে পুরোনো স্টক থাকলেও তা নতুন দামেই বিক্রি করতে হবে।

সমস্ত বিদেশি মদের দাম ৩০% থেকে ৩৫% কমতে চলছে বলে খবর। পরিবর্তিত শুল্ক তালিকা অনুযায়ী, দেশে যে সমস্ত বিদেশি মদ প্রস্তুত হয়, সেগুলিতে ২০% থেকে ২৫% দাম কমতে পারে। সাধারণত স্টেট এক্সাইজ ডাইরেক্টরেট অনুযায়ী, ১৭ থেকে ১৮ ধাপে শুল্ক নিয়ে থাকে রাজ্য সরকার। প্রতিটি স্ল্যাবে ২০-৩০% শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক, কতটা কম দামে আপনার প্রিয় ব্র্যান্ডের পানীয়টি পেয়ে যাবেন। রয়্যাল স্ট্যাগের ৭৫০ মিলিলিটার বোতলের দাম বর্তমানে ৯৮০ টাকা যা কমে হতে পারে ৭১০ টাকা। রয়্যাল চ্যালেঞ্জ ১০০০ টাকা থেকে কমে ৭৩০ টাকা হতে পারে। ব্লেন্ডার্স প্রাইড ১৩৫০ টাকার বদলে ৯২০ টাকায় পেয়ে যাবেন।

Comments are closed.