আলাদা হয়ে গেল দুটো বগি, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উলুবেড়িয়া-হাওড়া লোকাল

চলন্ত ট্রেন থেকে কাপলিং খুলে আলাদা হয়ে গেল বগি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল উলুবেড়িয়া-হাওড়া লোকাল। বৃহস্পতিবার সকালে হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখার সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে ট্রেনটির কাপলিং খুলে আলাদা হয়ে যায় বগি। বড় দুর্ঘটনার আঁচ পেয়ে চালক ট্রেনটি থামিয়ে দেন। ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। ট্রেন থেকে নামিয়ে আনা হয় সব যাত্রীদের। অন্য একটি লোকাল ট্রেনে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আধিকারিকরা।

ট্রেনের ৭ ও ৮ নম্বর কামরার মাঝের কাপলিং খুলে যায়। এই ঘটনা জেরে দক্ষিণ-পূর্ব শাখার লাইনে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। রেলযাত্রীরা জানিয়েছেন, অন্য দিনের মতন উলুবেরিয়া-হাওড়া লোকালে উঠেছিলেন তাঁরা। সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে হঠাৎ জোরে ঝাঁকুনি দিতে শুরু করে ট্রেন। বেশ কিছুক্ষণ কাঁপতে থাকে পুরো ট্রেন। যাত্রীরা ভয় পেয়ে যান। এরপর ট্রেন থামিয়ে দেন চালক। জানা যায়, দুটো বগির মাঝে কাপলিং খুলে গিয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে চলন্ত ট্রেনের কাপলিং খুলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments are closed.