ভারতের কোনও জাতীয় ফুল নেই, রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই

ভারতের জাতীয় ফুলের নাম কী? একশো জনের মধ্যে একশো জনই সঙ্গে সঙ্গে উত্তর দেবেন পদ্ম। কিন্তু সম্প্রতি জানা গেল, ভারতের কোনও জাতীয় ফুলই নেই। গত ১০ ই জুলাই রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে এমনই জানিয়েছেন কেন্দ্রীয়  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন, সরকার কোনও ফুলকেই জাতীয় ফুলের মর্যাদা দেয়নি।

এক বিজেডি সাংসদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ২০১১ সালে পরিবেশ ও বন মন্ত্রক বাঘ এবং ময়ূরকে যথাক্রমে জাতীয় পশু এবং জাতীয় পাখির মর্যাদা দিয়েছে। কিন্তু সেই নির্দেশিকায় জাতীয় ফুল সম্পর্কে কিছু বলা ছিল না।

বিজেডি সাংসদ প্রসন্ন আচার্য পাশাপাশি জানতে চেয়েছিলেন, ভারতের যে কোনও জাতীয় ফুল নেই, এই সংক্রান্ত তথ্য কি ইউজিসি, এনসিইআরটি এবং ভারত সরকারের বিভিন্ন পোর্টাল, যেখানে জাতীয় পশু, ফুল কিংবা পাখির উল্লেখ থাকে, তাদের যথাযথভাবে জানানো হয়েছে? প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, সংসদের অধিবেশনে বিষয়টি জানানো হবে।

Comments are closed.