প্রাথমিকে টেট ইন্টারভিউয়ের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পর্ষদের; বদল আনা হচ্ছে পদ্ধতিতেও

টেট পরীক্ষা শেষ হলেও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারে প্রাথমিক শিক্ষা সংসদ। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছিল। এবার ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলল পর্ষদ। সূত্রের খবর, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারে পর্ষদ। খুব শীঘ্রই পর্ষদের তরফে দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি জারি হবে বলে খবর। 

এদিকে নিয়োগ নিয়ে বিতর্ক এড়াতে এবার ইন্টারভিউ প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ বদল আনছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এতদিন জেলার প্রাথমিক শিক্ষা সাংসদের অফিসগুলোতে ইন্টারভিউ নেওয়া হত। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুরো ইন্টারভিউটাই কেন্দ্রীয় ভাবে করতে চাইছে পর্ষদ। জানা গিয়েছে, আর জেলার শিক্ষা সাংসদের অফিসে নয় চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদের কেন্দ্রীয় কার্যালয়ে এসে ইন্টারভিউ দিতে হবে। 

পর্ষদ সূত্রে খবর, ইন্টারভিউ প্রক্রিয়ায় বদল করা নিয়ে আইনী পরামর্শ নিচ্ছেন পর্ষদ কর্তারা। খুব শীঘ্রই সে সংক্রান্ত সিদ্ধান্তও জানিয়ে দেওয়া হবে বলে খবর। 

Comments are closed.