৪৮ বছরে এভারেস্ট জয় করে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এই নেপালি মহিলা

বিশ্বরেকর্ড গড়লেন ৪৮ বছরের এক নেপালি মহিলা। এই বয়সে এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। লাখপা শেরপা নামে এই পর্বতারোহী নিজের রেকর্ড ভেঙে আবার নিজেই রেকর্ড গড়লেন।

জানা গিয়েছে, মোট ১০ বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন তিনি। এবং তিনি হলেন প্রথম মহিলা ২০১৮ সালে তিনি ২৯ হাজার ফিট উঁচু মাউন্ট এভারেস্ট জয় করেন। করোনার জন্য মাঝে থেমে ছিল যাত্রা। এইবার ফের এভারেস্ট জয় করে রেকর্ড গড়লেন তিনি। পুরুষদের মধ্যে ২৬ বার মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড করেছেন আরও এক নেপালি কামি রীতা শেরপা।

৪৮ বছরের লাখপা অল্প বয়স থেকেই পর্বতারোহণের বিভিন্ন সরঞ্জাম এবং ট্রেকারদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতেন।

সব মহিলাদের পর্বতারোহণের প্রতি অনুপ্রেরণা যোগাতে চান তিনি। নেপালের সাংখুওয়াসাভার পূর্ব জেলায় জন্ম লাখপার। ১১ জন ভাইবোনের মধ্যে বড় হয়েছেন তিনি। বিশ্বের পঞ্চম উচ্চতম পাহাড় মাকালুর একটি জায়গায় তাঁর জন্ম। তাই পাহাড় তাঁর কাছে খুব সহজ এবং ভালোবাসার জিনিস। মে মাসেই পর্বতারোহনের সেরা সময়। কারণ এই সময় পাহাড়ের পরিস্থিতি অনুকূল থাকে।

Comments are closed.