সাফাই কর্মী থেকে সুপারিন্টেড, কলকাতা মেট্রোর এই স্টেশন পুরোটাই সামলাচ্ছেন মহিলারা

গোটা প্ল্যাটফর্ম সামলাচ্ছেন মহিলারা। কাঁধে কাঁধ মিলিয়ে যাত্রীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দিচ্ছেন মহিলারাই। এই দৃশ্য দেখা যাবে কলকাতার এক মেট্রো স্টেশনে। যাত্রীদের টিকিট দেওয়া থেকে শুরু করে মেট্রো রেলকে স্টেশন ছাড়ার সিগনাল দেওয়া সবটাই করছেন মহিলারাই।

কলকাতার নেতাজী ভবন মেট্রো স্টেশন। যার সব দায়িত্ব মহিলাদের কাঁধেই। ১৯৮৪ সালে প্রথম মেট্রো চালু হয় এসপ্ল্যানেড থেকে ভবানীপুর। প্রথম পর্যায়ে এই মেট্রো ট্রেন চলে। কলকাতার বুকে সেই পথ চলা শুরু মেট্রোর। সেদিনের ভবানীভবন আজকের নেতাজী ভবন। মাত্র ৪ টি কোচ থেকে বাড়তে থাকল কোচের সংখ্যা। এখন মেট্রো এই স্টেশন সুপারিন্টেড, সাফাই কর্মী থেকে শুরু করে স্টেশনে মালবাহকও একজন মহিলা। ২০১৮ সালে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন মেট্রো রেল ঘোষণা করে এই স্টেশন মহিলা পরিচালিত হবে।

এই বিষয়ে ডিজিএম প্রত্যুষ ঘোষ বলেন, ইন্ডিয়ান রেলের সুরাটে মহিলা পরিচালিত একটি স্টেশন থেকে এই অনুপ্রেরণা। মহিলা যাত্রীরাও এই স্টেশনে নিজেদের অনেকটা নিরাপদ মনে করেন। শুধু এই স্টেশন নয়, পুরো কলকাতার মেট্রো রেল মহিলাদের জন্য নিরাপদ বলে মনে করেন মহিলা যাত্রীরা। অন্যদিকে এক রেলের এক মহিলা কর্মী জানান, অনেকের মনে ধারণা আছে, মহিলাদের দ্বারা সব কাজ সম্ভব নয়, কিন্তু এই ধারণা ভেঙে দিয়েছি আমরাই। প্রতি বছর নারী দিবসের দিন এই স্টেশনের মহিলাদের সম্বর্ধিত করা হয়।

Comments are closed.