এবার দূরপাল্লার ট্রেনের ইঞ্জিনে বসানো হবে সিসি ক্যামেরা, যাত্রী সুরক্ষায় আরও উদ্যোগী ভারতীয় রেল

যাত্রীদের সুরক্ষায় আরও কড়া হচ্ছে রেল। এবার ট্রেনের ইঞ্জিনের মধ্যে সিসিটিভি ক্যামেরা বসানোর ভাবনা রেলের। সব দূরপাল্লার ট্রেনের বসানো হবে এই ক্যামেরা। এখন সব দূরপাল্লার ট্রেনে ক্যামেরা বসানো হলেও ভবিষ্যতে লোকাল ট্রেনগুলিতেও লাগানো হবে ক্যামেরা। হাওড়া থেকে আপাতত ১১ টি দূরপাল্লার ট্রেনের ইঞ্জিনে ক্যামেরা লাগানোর কাজ চলছে বলেই জানা গিয়েছে। এরপর সব ট্রেনেই লাগানো হবে এই ক্যামেরা।

জানা গিয়েছে, ইঞ্জিনের ওপরে ও ভিতরে লাগানো হবে এই ক্যামেরা। মোট ৪ টি ক্যামেরা লাগানো থাকবে। ২ টি ক্যামেরা কেবিন ওয়ান ও ২ টি ক্যামেরা কেবিন টুতে লাগানো থাকবে। ক্যামেরায় মাইক্রোফোন থাকবে। এরফলে ভয়েস রেকর্ডিং হবে। এই ক্যামেরা লাগানোর ফলে ট্রেন দুর্ঘটনার কারণ আরও সহজে ধরা পড়বে। লাইনের পরিস্থিতিও জানা যাবে ক্যামেরার মাধ্যমে। লাইনের ওপর বিক্ষোভ দেখানো হলেও তা ধরা পড়বে ক্যামেরায়। সিসি টিভি ক‌্যামেরা লাগানো হবে আইপি ধাঁচে। দূর থেকেও এর সঞ্চালন করা সহজ হবে। এর রেকর্ডিংয়ে সামান‌্যতম বিষয়ও মুছে ফেলা সম্ভব নয়। রেকর্ডিং ৯০ দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে। সুরক্ষার দিক থেকে কোনওরকম খামতি রাখতে চায় না রেল । তাই রেলের তরফে ২০২৩ সালের মধ্যে নতুন এই পদক্ষেপকে বাস্তবায়িত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Comments are closed.