এবার আর ৩ বছর নয়, ৪ বছরের অনার্সের ডিগ্রি কোর্স বাংলায়

এবার থেকে আর ৩ বছর নয় স্নাতকের ক্ষেত্রে ৪ বছরের অনার্সের কোর্স বাংলায়। জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়েই ৪ বছরের স্নাতকের পাঠক্রম চালু হচ্ছে এবার। আগামী জুলাই মাস থেকেই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।

 

স্নাতক পাঠক্রম নিয়ে ইউজিসির নির্দেশিকা মেনে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে মোট ৩২ পাতার চিঠি পাঠিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। রাজ্যের শিক্ষানীতি নিয়ে রাজ্যের মুখ্য সচিব কমিটির সদস্যদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা। বৈঠক থেকে বলা হয় দেশের অন্যান্য জায়গায় গেলে রাজ্যের ছাত্র-ছাত্রীরা ও সমস্যায় পড়বেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে ।

তবে স্নাতক স্তরের ক্ষেত্রে নতুন পাঠক্রম হলেও স্নাতকোত্তর স্তরে কী পরিবর্তন হবে এই নিয়ে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিকে কিছু জানানো হয়নি। এই বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাঁদের অনার্সের জন্য ভর্তি হতে গেলে ৪ বছরের জন্য ভর্তি হতে হবে।

Comments are closed.