বাতিল একাধিক ট্রেন, অতিরিক্ত বাস পথে নামাচ্ছে NBSTC

শুক্রবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। থার্ডলাইনে কাজ চলবে তাই ৭২ ঘন্টা বন্ধ রাখা হবে ব্যান্ডেল স্টেশন। অন্যদিকে মালদা ডিভিশনেও রেললাইনে কাজ শুরু হয়েছে। বাতিল থাকছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ট্রেন। তাই যাত্রীদের কথা চিন্তা করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম রাস্তায় নামাচ্ছে আরও কিছু বাস। শুক্রবার থেকেই রাস্তায় চলবে বাড়তি কিছু বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য প্রতিদিন ২টি বাস চলে। এদিন থেকে আরও একটি বাস বাড়তি চালানো হবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা পরে বাড়ানো হবে জানিয়েছেন তিনি।

লাইনে কাজের জন্য এই কয়েকদিন ট্রেন বন্ধ থাকার ফলে উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অনেকে। আবার অনেকে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেও তা বাতিল করতে হচ্ছে। তাই এই বিশেষ উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)।
কোচবিহার থেকেও কলকাতায় যাওয়ার জন্য অতিরিক্ত একটি বাস চালু করা হচ্ছে বলে জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)। এখন শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও ময়নাগুড়ি থেকে কলকাতা পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম প্রায় ৬টি বাস চালায়। শিলিগুড়ি থেকে ২ টি বাস ছাড়ে। কোচবিহার, আলিপুরদুয়ার ও ময়নাগুড়ি থেকে ১ টি করে বাস ছাড়ে।

Comments are closed.