এবার মহানগরের পথে নামতে চলেছে ট্রলি বাস, ট্রামের তারে চালানোর সিদ্ধান্ত

বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর। এবার কলকাতায় চলবে ট্রলি বাস। ট্রামের বৈদ্যুতিক তারের মাধ্যমে চলবে এই বাস। প্রায় বিলুপ্তির পথেই কলকতারা ঐতিহ্য ট্রাম।

শুক্রবার পরিবহণ দফতরের আধিকারিক, কলকাতা পুর কমিশনার, কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিক এবং ই-বাস নির্মাণকারী কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকের পর ফিরহাদ হাকিম জানান, পরীক্ষামূলক ভাবে ট্রলি বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রলি বাসের পাশাপাশি ই-বাসের সমস্যা মেটাতে মহানগরে চার্জিং স্টেশন বানানোর জন্য কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে কথা চলছে। ই-বাস , ট্রলি বাসের পর শহরের রাস্তায় ই-অটো চালানোর পরিকল্পনা হচ্ছে বলে জানান ফিরহাদ হাকিম। তবে শুধুমাত্র কলকাতা নয় কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও ই-অটো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রথমবার ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, কলকাতাকে লন্ডন বানাবেন তিনি। সেইমত বিভিন্ন পার্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সৌন্দর্য উন্নয়ন করেন তিনি। গঙ্গার বিস্তীর্ণ তীরে বসানো হয়েছে ত্রিফলা লাইট। এবার মহানগরে চালু হচ্ছে ট্রলি বাস।

Comments are closed.