এবছর উচ্চ মাধ্যমিকে মেয়েদের রেজাল্ট ছেলেদের তুলনায় অনেকটাই ভালো

এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হারে মেয়েরা ছেলেদের তুলনায় সামান্য পিছিয়ে থাকলেও পরিসংখ্যান বলছে, বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে ছেলেদের অনেক পিছনে ফেলেছে ছাত্রীরা। উচ্চ মাধ্যমিকে ‘ও’ গ্রেড দেওয়া হয় ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত নম্বর প্রাপকদের। নম্বরের বিচারে এদেরই সবচেয়ে মেধাবী হিসেবে গণ্য করা হয়।

দেখা যাচ্ছে, ৩ হাজার ৫৫২ জন ছাত্র যেখানে ‘ও’ গ্রেড পেয়েছেন সেখানে ছাত্রীদের সংখ্যা ৪ হাজার ৭৭৯। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর, অর্থাৎ ‘এ+’ গ্রেড রয়েছে ১৯ হাজার ৯৭০ জনের। আর ছাত্রীদের মধ্যে ‘এ+’ গ্রেড প্রাপকের সংখ্যা ২৯ হাজার ২৬৪।  ‘এ’ গ্রেড (৭০ থেকে ৭৯ শতাংশ) এবং ‘বি+’ গ্রেডের সংখ্যাতেও ছেলেদের (‘এ’ ৩৯ হাজার ৩৯৬, ‘বি+’ ৫৫ হাজার ৯৫৯) তুলনায় অনেকটাই এগিয়ে মেয়েরা (‘এ’ ৫৫ হাজার ১২৮, ‘বি+’ ৭০ হাজার ৯১)।

সব মিলিয়ে ৬০ শতাংশ বা তার বেশি পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা এ বছর ২ লক্ষ ৭৮ হাজার ১৩৯। যা মোট পরীক্ষার্থীর ৪০.৯২ শতাংশ। তার মধ্যে ছাত্রী রয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ২৬২ জন। আর ছাত্র সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৮৭৭। মেধা তালিকার ৫৮ জনের মধ্যেও ছাত্রীদের সংখ্যা ২৩। উচ্চ মাধ্যমিকে রেজাল্টের নিরিখে মেয়েদের এভাবে এগিয়ে আসার জন্য কন্যাশ্রী, সবুজসাথীর মতো সরকারি প্রকল্পকেই কৃতিত্ব দিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

Comments are closed.