কর্তব্যে গাফিলতির অভিযোগ, আনিস কাণ্ডে সাসপেন্ড আমতা থানার ৩ পুলিশ কর্মী 

সিট গঠনের পরেই নয়া মোড় নিল আনিস খান হত্যাকান্ড। কর্তব্যে গাফিলতির অভিযোগে মঙ্গলবার আমতা থানার ৩ পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। হওড়া গ্রামীনের পুলিশ সুপার সৌম্য রায় একথা জানিয়েছেন। 

জানা গিয়েছে, কর্তব্যে গাফিলতি এবং নিহতের পরিবারকে অসহযোগিতার অভিযোগে আমতা থানার একজন ASI, এক কনস্টেবল এবং একজন হোমগার্ড সাসপেন্ড হয়েছেন। 

আমতা থানা সূত্রে খবর, ঘটনার দিন রাতে ডিউটিতে ছিলেন এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম এবং হোমগার্ড কাশীনাথ বেরা। এঁদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। 

সোমবার দুপুরেই মুখ্যমন্ত্রী জানান, আনিস কাণ্ডে সিট গঠন করা হচ্ছে। এদিন সন্ধ্যে বেলায় সিটের সদস্যরা আমতা থানায় যান। সূত্রের খবর, তদন্তকারী দীর্ঘক্ষণ আমতা থানার পুলিশকর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। ঘটনার সময়ে থানার ডিউটি রোস্টার খুঁটিয়ে দেখেন। উল্লেখ, মঙ্গলবার আনিসের বাড়িতে যেতে পারেন সিটের সদস্যরা। এদিন আনিসের পরিবারের সঙ্গে কথা বলবেন তাঁরা। 

Comments are closed.