প্রার্থী তালিকায় নেতা-মন্ত্রীদের পরবর্তী প্রজন্ম, লড়বেন মমতার ভ্রাতৃবধূ কাজরী ব্যানার্জি

পুরভোটে এবার টিকিট পেয়েছেন নেতা-মন্ত্রীদের পরবর্তী প্রজন্ম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভ্রাতৃবধূ কাজরী ব্যানার্জিকে টিকিট দেওয়া হয়েছে। অন্যদিকে প্রার্থীপদের টিকিট পেয়েছেন মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা। স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা। সদ্য প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জির বোন তনিমা চ্যাটার্জিকে প্রার্থী করা হয়েছে। তারক সিংহের ছেলে ও মেয়েকে দেওয়া হয়েছে টিকিট। শোভন চ্যাটার্জির ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে স্ত্রী রত্না চ্যাটার্জিকে। টিকিট পাননি শান্তুনু সেন। তাঁর জায়গায় টিকিট দেওয়া হয়েছে তাঁর স্ত্রী কাকলি সেনকে।

শুরুর দিকে জল্পনা ছিল এবার হয়তো প্রার্থী তালিকায় নাম থাকবে না ফিরহাদ হাকিমের। কিন্তু দেখা যায়, ফিরহাদ হাকিমের প্রতি আস্থা রেখেছে দল। রাজ্যের ছয়জন বিধায়ক এবং দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়কে প্রার্থী করা হয়েছে।

নেতা মন্ত্রীদের ছেলে, মেয়েকে প্রার্থী করে তৃণমূল পরবর্তী প্রজন্মকে দলে টানতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, ওয়ার্ড সংরক্ষণের কারণেই এবারে কলকাতা পুরভোটে টিকিট পাননি বহু তৃণমূল নেতা।

উল্লেখ্য, পুরভোটে তৃণমূল প্রার্থীদের মধ্যে ৮০ জন পুরুষ ও ৬৪ জন মহিলা লড়াই করবেন।

Comments are closed.