মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপিং নিয়ে কমিশনে নালিশ, মোদীকে ক্ষমা চাইতে হবে দাবি তৃণমূলের

মুখ্যমন্ত্রীর ফোন কীভাবে ট্যাপ হচ্ছে! কে করছে? সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেত্রীর ফোনে আড়ি পাতার অভিযোগ রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের।

শনিবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা যশবন্ত সিনহার নেতৃত্ব তৃণমূলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবেন।

শুক্রবার সন্ধ্যায় বিজেপি, মমতা ব্যানার্জি এবং শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের একটি ফোন রেকর্ডিং বলে দাবি করে একটি অডিও ক্লিপ প্রকাশ করে। ওই নির্দিষ্ট ফোন রেকর্ডিং নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি।

[আরও পড়ুন- WB Election 2021: কঠিনতম লড়াইয়ে পাহাড়ের রাজার পাকদণ্ডীতে সিংহাসনের সন্ধান]

শনিবার নির্বাচনী প্রচারে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। আসানসোলে জনসভা করেন। তৃণমূলের অভিযোগ প্রচারে এসে প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন। ডেরেক এদিন বলেন, প্রধানমন্ত্রী প্রচারে এসে ১০টি মিথ্যে তথ্য দিয়েছেন। তৃণমূলের তরফে দাবি, নরেন্দ্র মোদীর মিথ্যে ভাষণের জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন, যশবন্ত সিনহা, মন্ত্রী পূর্ণেন্দু বসু।

Comments are closed.