WB Election 2021: বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত বরানগর, নামল CRPF

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাস্তাঘাটে  জমায়েত সরাতে কেন্দ্রীয় বাহিনী রাস্তায় নামে

পঞ্চম দফার ভোট চলছে। সকাল থেকে এখনও পর্যন্ত কোনও বড় গন্ডগোলের খবর না এলেও একাধিক কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে। বরানগরের বিকেসি কলেজে ইভিএম বিভ্রাটের খবর পেয়ে বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র সংশ্লিষ্ট বুথে যান। পথেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।

কয়েকজন বিজেপি কর্মী ছিলেন পার্নো মিত্রের সঙ্গে। অভিযোগ, বরানগরের ৭ নম্বর ব্লকে বেআইনি জমায়েত দেখে CRPF জওয়ানদের নালিশ জানাতেই পার্নো মিত্রকে ঘিরে ফেলেন তৃণমূল সমর্থকরা। পার্নোকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। শুরু হয় বাকবিতণ্ডা। গাড়ি ভাঙচুরের অভিযোগ জানিয়েছেন পার্নো মিত্র। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাস্তাঘাটে  জমায়েত সরাতে কেন্দ্রীয় বাহিনী রাস্তায় নামে।

এই ঘটনার পর বিজেপি প্রার্থী পার্নো মিত্রের অভিযোগ, বেআইনী জমায়েত নিয়ে CRPF কে নালিশ করতেই তৃণমূলের লোকজন আমাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন‌। আরও বলেন, অভিযোগ আমি নাকি বহিরাগত আর সাংবাদিকদের নিয়ে ঘুরছি। ওরা তবে কী করছে?

তৃণমূল পার্নো মিত্রের অভিযোগ অস্বীকার করে বলে পার্নো মিত্র বহিরাগতদের নিয়ে বুথে বুথে ঘুরে‌ বেড়াচ্ছেন। নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করছেন।

Comments are closed.