অসমেও লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল; ভোট প্রচারে যেতে পারেন মমতা-অভিষেক 

২০২৪-এর লোকসভা ভোটে অসমের কয়েকটি আসনে প্রার্থী দিতে পারে তৃণমূল। তেমনটাই জানা গিয়েছে। মঙ্গলবার এ নিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে গেলেন সে রাজ্যের তৃণমূল সভাপতি রিপুন বোরা। কত আসনে প্রার্থী দেবে তৃণমূল, কীভাবে প্রস্তুতি শুরু হবে সে সব নিয়ে এদিন অভিষেক ব্যানার্জির কার্যালয়ে বৈঠক করেন রিপুন বোরা। 

তৃণমূল সূত্রে খবর, প্রাথমিক ভাবে দুটি আসনে প্রার্থী দিতে পারে তৃণমূল। সেটি সর্বাধিক পাঁচটি আসনও হতে পারে। সে রাজ্যে দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও এদিন অভিষেক ব্যানার্জি আলোচনা করেন রাজ্য সভাপতির সঙ্গে। 

বৈঠক শেষে অসম তৃণমূলের তরফে একটি ট্যুইট করে বৈঠকের বিষয় জানানো হয়। সেখানে বলা হয়েছে, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অসমে প্রার্থী দিতে চায় তৃণমূল। এবং সব ঠিক থাকলে নভেম্বর মাসে সে রাজ্যে যেতে পারেন দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 

Comments are closed.