হালিশহরের পর এবার কাঁচড়াপাড়াঃ বিজেপিতে যোগ দেওয়া ৫ তৃণমূল কাউন্সিলার ফিরলেন দলে

মঙ্গলবারই বিধানসভায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে হালিশহরের পুরপ্রধান সহ ৮ জন দলত্যাগী কাউন্সিলার ফের তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার বিজেপিতে যোগ দেওয়া কাঁচড়াপাড়া পুরসভার ৫ কাউন্সিলার ফিরলেন তৃণমূলে।
গত ২৮ শে মে বিজেপিতে যোগ দেওয়া কাঁচড়াপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলারদের মধ্যে ৫ জন ফের দলে ফিরে এলেন। এদিন বিধানসভায় মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে ৫ জন তৃণমূলত্যাগী কাউন্সিলার দলে ফিরে আসায় কাঁচড়াপাড়া পুরসভা পুনর্দখলের পথে এগিয়ে রইল তৃণমূল। এই প্রসঙ্গে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ২৪ আসন বিশিষ্ট কাঁচড়াপাড়া পুরসভার ৫ জন কাউন্সিলার ফের তৃণমূলে যোগ দেওয়ায় বর্তমানে ওই পুরসভায় তাঁদের কাউন্সিলার সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জন। আগামী ৭ দিনের মধ্যে আরও ৩ কাউন্সিলার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জানান ফিরহাদ হাকিম। মন্ত্রীর কথা মতো, আর ৩ কাউন্সিলার দলে যোগ দিলে ফের কাঁচড়াপাড়া পুরসভার দখল নেবে তৃণমূল।
লোকসভা ভোটে বারাকপুর কেন্দ্রে তৃণমূলত্যাগী বিজেপি প্রার্থী অর্জুন সিংহের কাছে হার, ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে পরাজয়, নৈহাটি, হালিশহর পুরসভায় বিজেপির দাপটে উত্তর ২৪ পরগনায় ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে হালিশহর, কাঁচড়াপাড়া, নৈহাটির তৃণমূল কাউন্সিলাররা মাসখানেক আগে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। এদিকে ক’দিন ধরে উত্তর ২৪ পরগনায় তাদের হারানো জমি পুনরুদ্ধার করতে সক্রিয় হয় তৃণমূল। শুরু হয় বিজেপিতে চলে যাওয়া তৃণমূল কাউন্সিলারদের ফের দলে ফেরানোর উদ্যোগ। এভাবে বিজেপিতে চলে যাওয়া হালিশহরের পুরপ্রধান সহ ৮ জন কাউন্সিলরকে মঙ্গলবার ঘরে ফিরিয়েছে তৃণমূল। সেদিন ফিরহাদ হাকিম অভিযোগ করেন, খুনের ভয় দেখিয়ে, রোজগার বন্ধ করে, বাড়ি ভাঙচুরের ভয় দেখিয়ে বিজেপি নেতারা দলে টেনেছেন তৃণমূল কাউন্সিলারদের। দল ভাঙানোর জন্য তিনি আঙুল তুলেছিলেন তৃণমুলত্যাগী বিজেপি সাংসদ অর্জুন সিংহ ও বিজেপি নেতা মুকুল রায়ের দিকে। বৃহস্পতিবার কাঁচড়াপাড়া পুরসভার ৫ কাউন্সিলার ফের তৃণমূলে ফেরার পরেও তৃণমূলত্যাগী বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশুকে বিঁধলেন ফিরহাদ হাকিম। তাঁর কটাক্ষ, অমিত শাহের কাছে নিজেদের নম্বর বাড়ানোর চেষ্টা ব্যর্থ হল বাবা-ছেলের।

Comments are closed.