শুভেন্দু কী করবেন? জল্পনা বাড়িয়ে কী বললেন রাজীব

বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী রাজীব ব্যানার্জি। সেখানেই দলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন উড়ে আসে। জবাব দেন রাজীব ব্যানার্জি।
শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে দলের পতাকাহীন বিভিন্ন সভায়। একে কীভাবে দেখছেন? রাজীব উত্তর দেন, কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব যদি অরাজনৈতিক সংগঠনের মঞ্চে ওঠেন, আপত্তির কারণ কী? শুভেন্দু আমার সহকর্মী এবং বন্ধু। আমি যতদূর জানি সে এখনও দলেই আছে।
এরপর বনমন্ত্রীকে প্রশ্ন করা হয়, রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দুর ছবি দিয়ে পোস্টার পড়ছে। তাতে তৃণমূলের নামগন্ধ নেই। এটা অস্বাভাবিক নয়?
রাজীব ব্যানার্জির পাল্টা প্রশ্ন, কোনও কোনও অত্যুৎসাহী এরকম কাজ করলে কী বলার থাকতে পারে? শুভেন্দুকে নিজের হাতে পোস্টার মারতে দেখিনি! তবে ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি নিজে এর পক্ষপাতি নই।
সৌগত রায়ের সঙ্গে শুভেন্দুর বৈঠক নিয়ে রাজীবের মন্তব্য, সৌগত রায়ের মতো সিনিয়র যদি শুভেন্দুর সঙ্গে কথা বলেন, তাহলে তো ভালই। আমাকে যদি কোনও সিনিয়র লিডার ডেকে পাঠান তাহলে কি যাবো না? অবশ্যই যাবো। শুভেন্দুর ক্ষেত্রেও তাই হয়েছে। এটা নিয়ে অকারণ স্পেকুলেশানে যাবো না।

Comments are closed.