রাজ্যের ৩ কেন্দ্রের উপনির্বাচনে করিমপুর ও খড়গপুর সদরে এগিয়ে তৃণমূল, কালিয়াগঞ্জে এগিয়ে বিজেপি। বাকি দুই কেন্দ্রে বিশেষ প্রভাব ফেলতে না পারলেও খড়গপুর সদরে বেশ ভাল ভোট পাচ্ছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী।
সকাল ১১ টা পর্যন্ত পাওয়া খবরে কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় প্রায় ২৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির জয়প্রকাশ মজুমদারের থেকে। অন্যদিকে উত্তরবঙ্গের কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী কমল সরকার প্রায় ৩২০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীর চেয়ে। খড়গপুর সদর আসন দেখছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম দুই রাউন্ডের শেষে এগিয়ে গিয়েছিলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী। কিন্তু গণনা আরও এগোতেই পিছিয়ে পড়েন তিনি। এগিয়ে যান বিজেপি প্রার্থী। কিন্তু আবার পালাবদল হয় খড়গপুর সদরে। বিজেপিকে পিছনে ফেলে কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যায় তৃণমূল। শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার ষষ্ঠ রাউন্ড গণনা শেষে প্রায় ১১ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝায়ের চেয়ে।