মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিজেপির সঙ্গে লড়ার হিম্মত কারও নেইঃ ফিরহাদ হাকিম

মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দেশে আর কোনও নেতার হিম্মত নেই বিজেপির সঙ্গে লড়াই করতে পারেন। বামেদের ব্রিগেডের সমাবেশের পর এভাবেই জবাব দিল তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে হাওড়ার এক জনসভায় তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি-সিপিএম দুই এক। ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে দীর্ঘদিন। কিন্তু বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্থ প্রমাণ করা যাবে না।
বিজেপি সিবিআই, ইডিকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে বলে অভিযোগ করেন ফিরহাদ হাকিম। বলেন, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব এক হয়েছে। আজ বিজেপির বিরোধিতা একমাত্র করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ বলেন, আজ ঠিক হয়ে গেছে দিল্লি থেকে বিজেপি উৎখাত হবে। ১৯ শে জানুয়ারির ব্রিগেড থেকে তা চূড়ান্ত হয়েছে। তাই ভয় পেয়ে দৌড়ে দৌড়ে বাংলায় আসছে। যদি তৃণমূলকে হারানো যায়।
এদিন দুপুরে কাঁথির সমাবেশ থেকে তৃণমূল নেতা এবং মন্ত্রী শুভেন্দু অধিকারীও বিজেপি এবং সিপিএমকে একযোগে আক্রমণ করেন। বলেন, বাইরে থেকে কিছু লোক এনে বিজেপি এখানে ভাঙচুর করেছিল। এখানে এসব চলবে না।

Comments are closed.