হালিশহর, কাঁচড়াপাড়া, নৈহাটি, গারুলিয়ার পর এবার ভাটপাড়া পুরসভা পুনর্দখলের পথে তৃণমূল। বিজেপি পরিচালিত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল (সিআইসি) পদ থেকে মঙ্গলবারই সরিয়ে দেওয়া হয় দু’জনকে। ভাটপাড়া পুরবোর্ডের স্বাস্থ্য বিভাগের মনোজ গুহ ও জঞ্জাল অপসারণ বিভাগের সিআইসি মদনমোহন ঘোষকে সরানোর পরে জল্পনা তৈরি হয়, তাঁরা তৃণমূলে ফিরছেন। বুধবার জ্যোতিপ্রিয় মল্লিক, দীনেশ ত্রিবেদীদের পাশে বসিয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ভাটপাড়া পুরসভার ১২ জন বিজেপি কাউন্সিলার তৃণমূলে ফেরার পথে। তাঁর অভিযোগ, বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ এঁদের ভয় দেখিয়ে তৃণমূল ছাড়তে বাধ্য করেছিলেন। এই কারণেই ভাটপাড়া পুরসভা তৃণমূলের হাতছাড়া হয়।
৩৩ আসনের ভাটপাড়া পুরসভা গত জুন মাসেই দখল নেয় বিজেপি। তবে কিছুদিন আগেই উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন, ভাটপাড়া পুরসভার ২১ জন কাউন্সিলার তাঁদের সঙ্গে আছেন। নভেম্বরের প্রথম দিকেই সেখানে আস্থাভোট ডাকা হবে বলে জানান তিনি। বুধবার ফিরহাদ হাকিম জানালেন, ইতিমধ্যে ১২ জন কাউন্সিলার তৃণমূলের দিকে চলে এসেছেন। শীঘ্রই তাঁরা ভাটপাড়া পুরসভার দখল নেবেন।
লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ভাটপাড়ার তৎকালীন পুরপ্রধান অর্জুন সিংহ। এরপর পুরপ্রধানের পদ থেকে তাঁকে সরানোর জন্য গত এপ্রিল মাসে আস্থাভোট ডাকে তৃণমূল। ২২-১১ ভোটে হেরে যান অর্জুন। তবে বিজেপির টিকিটে লড়ে বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিংহ জেতার পরই সেখানে বিজেপির ভিত মজবুত হয়। এরপর গত জুন মাসে ২৬ জন কাউন্সিলারের সমর্থনে ভাটপাড়া পুরসভার দখল নেয় বিজেপি। গত কয়েক মাস ধরে উত্তর ২৪ পরগনায় নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। একে একে হালিশহর, কাঁচড়াপাড়া, নৈহাটি, গারুলিয়া পুরসভা পুনর্দখল করেছে তারা। এবার ভাটপাড়াও পুনর্দখলের পথে এগোচ্ছে তৃণমূল।
Comments