দলত্যাগী কাউন্সিলাররা ফিরলেন, নৈহাটি পুরসভা পুনরুদ্ধার করল তৃণমূল

এবার নৈহাটি পুরসভা পুনরুদ্ধার করল তৃণমূল। লোকসভা ভোটের পরই বারাকপুর লোকসভার অন্তর্গত নৈহাটি পুরসভার তৃণমূলের কাউন্সিলাররা বিজেপিতে চলে গিয়েছিলেন। ফলে নৈহাটি পুরসভা দখল করেছিল বিজেপি। যদিও সেখানে এখনও আস্থা ভোট হয়নি। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন, নৈহাটি পুরসভার দলত্যাগী কাউন্সিলাররা তৃণমূলে ফিরে এসেছেন। এই পুরসভার ৩১ জন কাউন্সিলারের মধ্যে ২৩ জনই এখন তৃণমূলের সঙ্গে আছেন। এর আগে উত্তর ২৪ পরগনা জেলার হাতছাড়া হওইয়া কাঁচড়াপাড়, হালিশহর এবং বনগাঁ পুরসভাও বিজেপির হাত থেকে পুনরুদ্ধার করেছিল তৃণমূল।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে পাশে বসিয়ে ফিরহাদ হাকিম বলেন, লোকসভা ভোটের পর অর্জুন সিংহের বাহিনী সন্ত্রাস করে, ভয় দেখিয়ে তৃণমূলের কাউন্সিলারদের দলবদলে বাধ্য করেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। দলত্যাগীরা ভুল বুঝতে পেরে দলে ফিরে আসছেন। এর আগে হাতছাড়া হওয়া দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদও পুনরুদ্ধার করেছিল তৃণমূল।

Comments are closed.