এবার কোচবিহারের সাহেবগঞ্জে তৃণমূলে ফিরলেন বিজেপিতে যোগ দেওয়া ১০ পঞ্চায়েত সদস্য

কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ পঞ্চায়েত পুনর্দখল করল তৃণমূল। বিজেপিতে চলে যাওয়া সাহেবগঞ্জ পঞ্চায়েতের ১০ সদস্য ফের তৃণমূল ফিরে আসায় পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠতা পেল রাজ্যের শাসক দল।
লোকসভা ভোটের পরই রাজ্যে তৃণমূলের একাধিক বিধায়ক, কাউন্সিলার, পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিয়েছিলেন। ইতিমধ্যেই একাধিক দলত্যাগী তৃণমূল নেতা দলে ফিরেছেন। হাতছাড়া হওয়া দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ এবং কিছু পুরসভা পুনরুদ্ধারও করেছে তৃণমূল। দিনহাটার সাহেবগঞ্জের ১৭ আসনের গ্রাম পঞ্চায়েত থেকে ১৪ জন তৃণমূল সদস্য বিজেপিতে চলে গিয়েছিলেন। ফলে রাতারাতি সংখ্যাগরিষ্ঠতা হারায় তৃণমূল। কিন্তু কয়েক দিন আগেই বিজেপিতে যাওয়া ৩ পঞ্চায়েত সদস্য ফের তৃণমূলে ফিরে আসেন। আর মঙ্গলবার একসঙ্গে ১০ জন তৃণমূলত্যাগী পঞ্চায়েত সদস্য ফের পুরনো দলে ফিরে আসায় দিনহাটার সাহেবগঞ্জ পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল তৃণমূল। এখন ১৭ আসনের পঞ্চায়েত কমিটিতে ১৬ জনই তৃণমূলের।
ঘর গোছানোর পর স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ভয় দেখিয়ে, নানা ষড়যন্ত্র করে তাঁদের দলীয় কর্মী-সদস্যদের বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরে আসেছেন সেই সদস্যরা।

Comments are closed.