বুধবার কলকাতা লিগে কাস্টমস চেকিং পার হওয়ার চ্যালেঞ্জ মোহনবাগানের

গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের এবারের লিগের শুরুটা একদমই ভালো হয়নি। প্রথম ম্যাচেই লজ্জার হার। ঘরের মাঠে পিয়ারলেসের কাছে মোহনবাগান হেরেছে ০-৩ গোলে। এই হারের পর স্বাভাবিকভাবেই সমালোচনা শুরু হয়েছে মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনাকে নিয়ে।
বুধবার কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে কাস্টমসের মুখোমুখি হবে মোহনবাগান। এই ম্যাচে জয়ে ফিরতে না পারলে, আরও চাপে পড়বেন মোহনবাগান ফুটবলাররা। চাপ বাড়বে কিবুরও। আর সেটা ভালোভাবেই জানেন তিনি। তাই যাবতীয় চ্যালেঞ্জ সত্ত্বেও কাস্টমসের বিরুদ্ধে জয় ছাড়া কোনও অঙ্ক মাথায় নেই তাঁর। তবে এই রাস্তায় সবথেকে বড় প্রতিবন্ধকতা বৃষ্টি এবং মোহনবাগান মাঠ। টানা বৃষ্টি চলছে কলকাতায়। ময়দানের সব মাঠের অবস্থাই বেশ খারাপ। মোহনবাগানের স্প্যানিশ ফুটবলারদের এই মাঠে খেলার অভিজ্ঞতা নেই। উল্টো দিকে কাস্টমসের বিদেশিরা বর্ষার মাঠে খেলতে অভ্যস্ত। মঙ্গলবার মোহনবাগান মাঠে কোচ কিবু ভিকুনা সাংবাদিকদের বলেন, ‘খুব কঠিন পরিস্থিতি। টানা বৃষ্টি চলছে। মাঠের অবস্থা খারাপ। খুব ভারী হয়ে গিয়েছে। ভালো ফুটবল খেলা কষ্টকর। পরিকল্পনামাফিক আক্রমণ করা মুশকিল। প্রতিপক্ষ দলে তিনজন এই পরিস্থিতিতে খেলতে অভ্যস্ত বিদেশি ফুটবলার আছে। তাই লড়াইটা সহজ হবে না। আমার দলের ফুটবলারদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’

Comments are closed.