WB Election 2021: নিজেই নিজের গাড়ির কাচ ভাঙছেন লকেট! ভিডিও জারি করল TMC 

চতুর্থ দফার নির্বাচনেও রাজ্য জুড়ে অশান্তির ছবি। সাংসদ তথা চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি অভিযোগ করেন তৃণমূল সমর্থকরা তাঁকে আক্রমণ করেছে। তাঁর গাড়ি ভাঙা হয়েছে বলেও অভিযোগ করেন। সেই নিয়ে ধুন্ধুমার বেঁধে যায়। 

শনিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন সাংবাদিক বৈঠকে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, লকেট নিজেই নিজের গাড়ির কাচ ভেঙে তৃণমূলের দিকে আঙ্গুল তুলছেন। তৃণমূল সাংসদের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর দু’জন জওয়ান উত্তেজিত জনতার ভিড়কে বিজেপি সাংসদের গাড়ি থেকে দূরে সরানোর চেষ্টা করছেন। উত্তেজনার মধ্যেই দেখা যায় গাড়িটির কাচ ভাঙে। তবে গাড়ির সামনে ভিড়ের মধ্যে থাকা কারোর দ্বারা গাড়ির কাচ ভেঙেনি, বরং গাড়ির ভিতর থেকে কেউ কাচটি ভাঙেন! এবং যার জেরে ভাঙা কাচের টুকরো বাইরে ছড়িয়ে পড়ে। The Bengal Story এর তরফে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। 

[আরও পড়ুন- WB Election 2021: গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীর পোশাকে TMC’র ক্যাম্প ভাঙচুর BJP’র? ভিডিওয় চাঞ্চল্য]

ভিডিওটি প্রকাশ করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনের টিপ্পনি, আপনারা নিজেরাই দেখলেন, আমার এ বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন।

এদিন ফিরহাদ হাকিমও ভিডিওটি ট্যুইট করে লেখেন, গাড়ির ভেতর থেকেই কাচ ভাঙা হয়েছে। 

তৃণমূলের প্রকাশিত এই ভিডিও নিয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Comments are closed.