Tmc Report Card: কী হয়েছে, কী বাকি? মমতা সরকারের ১০ বছরের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করছে তৃণমূল

এবার বিধাসভা ভোটকে পুরোপুরি উন্নয়নকেন্দ্রিক করে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার বনগাঁর গোপালনগরের মঞ্চ থেকে মমতা মতুয়া সম্প্রদায়ের জন্য এতদিনে তাঁর সরকার কী কী করেতে পেরেছে, মতুয়ারা কী কী দাবি পেশ করেছিলেন, তার কতটা করতে পেরেছে সরকার, সবই খতিয়ান আকারে পেশ করেন তিনি। এবার সামগ্রিকভাবে কেমন কাজ করল মমতা সরকার, তার রিপোর্ট কার্ড বের করতে চলেছে তৃণমূল।

বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবন থেকে সেই রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। দলের সিনিয়ার নেতা-মন্ত্রীরা বোঝাবেন রিপোর্টের খুঁটিনাটি।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি ভেদাভেদের রাজনীতি করবে। মুখ্যমন্ত্রী তা বলছেনও সর্বত্র। কিন্তু তার মোকাবিলা করতে পাল্টা হিসেবে উন্নয়নকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল। ২০১১ সাল থেকে গত ২ দফায় মমতা ব্যানার্জির সরকার কী কাজ করতে পেরেছে। কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কী কাজ হয়েছে। আগামী পরিকল্পনা কী, রিপোর্ট কার্ডে এই সবই তুলে ধরা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

Comments are closed.