স্টাফ সিলেকশন কমিশন, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি পজিশনে চলছে কর্মী নিয়োগ

তবে বিভিন্ন পদে প্রার্থী বাছাইয়ের অনলাইনেই আবেদন করতে হবে, এমনকি পরীক্ষাও হবে অনলাইনেই।

যে সকল পদে কর্মী নিয়োগ হবেঃ

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট(PA), ডেটা এন্ট্রি অপারেটর(DEO), সর্টিং অ্যাসিস্ট্যান্ট(SA), লোয়ার ডিভিশনাল ক্লার্ক(LDC), জুনিয়র সেক্রেটরিয়েট অ্যাসিস্ট্যান্ট(JSA)।

আবেদনের খরচঃ

মহিলা, তফশিলি জাতি/উপজাতি, প্রতিবন্ধী, এক্স সার্ভিসম্যানদের জন্য কোন টাকা লাগবে না। জেনারেল বিভাগের পুরুষদের জন্য ১০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ

স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানের অধীনে মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাশ করা বাধ্যতামূলক।

অনলাইনে আবেদন করার সময়ঃ

৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর রাত সাড়ে এগারোটা পর্যন্ত আবেদন করা যাবে। ১৭ ডিসেম্বর, রাত সাড়ে এগারোটার মধ্যে টাকা জমা দিতে হবে। চালান নেওয়ার শেষ দিন ১৯ ডিসেম্বর, রাত সাড়ে এগারোটা। চালান দ্বারা অফলাইনে টাকা জমা দেওয়ার শেষ দিন ২১ ডিসেম্বর।

পরীক্ষার সময়ঃ

প্রথম পর্যায়ের(টায়ার ১)পরীক্ষা হবে ১৬ মার্চ ২০২০ থেকে ২৭ মার্চ ২০২০।
দ্বিতীয় পর্যায়ের(টায়ার ২)পরীক্ষা হবে ২৮ জুন ২০২০।

Comments are closed.