ট্রেন মেলেনি, আনা হল বাস; সড়ক পথেই তৃণমূলের দিল্লি যাত্রা 

শেষে মুহূর্তে ট্রেনের জন্য আবেদন নাকচ হয়ে যায়। শুক্রবার রাতেই বিকল্প ব্যবস্থার কথা ঘোষণা করেছিলেন অভিষেক ব্যানার্জি। সেই মতো এবার সড়ক পথেই দিল্লি যাত্রা শুরু করল তৃণমূল। ঘসফুল শিবির সূত্রে খবর, সব ঠিক থাকলে রবিবার রাতের মধ্যেই দিল্লি পৌঁছে যাবে তৃণমূল নেতা কর্মীরা। 

শনিবার সকালেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একের পর এক বাস ছাড়তে শুরু করেছে। দিল্লি যাত্রার জন্য ৫০টি বাস ভাড়া করা হয়েছে তৃণমূলের তরফে। জনপ্রতিনিধি এবং একশো দিনের কাজের জব কার্ড হোল্ডাররা দিল্লি পৌঁছবেন বাসগুলোতে করে। জানা গিয়েছে প্রয়োজনে আরও বাস ভাড়া করা হতে পারে। 

প্রথমে ট্রেনে করেই দিল্লি পৌঁছনোর কথা ছিল। সেই মতো একটা গোটা ট্রেন ভাড়া চেয়ে তৃণমূলের তরফে আবেদন করা হয়েছিল। তবে রেলের তরফে তা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে বলে অভিযোগ। সেই মতোই বিকল্প হিসেবে বাসের ব্যবস্থা। 

উল্লেখ্য, রাজ্যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা ও অন্যান্য একগুচ্ছ দাবি আদায়ে গত জুলাইয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। সেই মতোই আগামী ২ ও ৩ অক্টোবর দু’দিন রয়েছে এই কর্মসূচি। 

Comments are closed.