কলকাতার মানুষ আবার প্রমাণ করেছে বাংলা ঘৃণ্য ও হিংসার রাজনীতির জায়গা নয়, টুইট অভিষেক ব্যানার্জির

কলকাতার মানুষ আবারও প্রমাণ করেছে যে বাংলায় ঘৃণ্য ও হিংসার রাজনীতির কোনো স্থান নেই! টুইট তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির। মঙ্গলবার ভোট গণনা শুরু হতেই দেখা যায় শহর জুড়ে সবুজ ঝড়। টুইট করে অভিষেক ব্যানার্জি জানান,
আমাদের আশীর্বাদ করার জন্য সকলুকে ধন্যবাদ। জনগণের উন্নয়ণের লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১৩৪ টিতেই এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে ৩ টিতে। বাম ও কংগ্রেস ২ টি করে ওয়ার্ডে এগিয়ে রয়েছে। এদিন মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তার আগে কামাখ্যা যাবেন তিনি। কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমি সকল মা মাটি মানুষদের, আমার ভাই বোনদের অভিনন্দন জানাই, এই নির্বাচন হয়েছে উৎসবের মত করে। আরও মাথা নত করে আমরা কাজ করে যাব। কলকাতা আমাদের গর্ব। এই রায় আমাদের সাহায্য করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে।

Comments are closed.