আজ আন্তর্জাতিক ‘নার্স দিবস’, শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

আজ আন্তর্জাতিক ‘নার্স দিবস’। এইদিন সকল নার্সদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লেখেন, বিশ্বকে সুস্থ রাখতে নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের নিষ্টা ও সহানুভূতি অনুকরণ করার মতন। বর্তমান পরিস্থিতিতে তাঁদের কাজের জন্য কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

আন্তর্জাতিক নার্স দিবসে সকল নার্সদের কুর্নিশ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফেসবুকে মুখ্যমন্ত্রী নার্সদের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন।

১২ মে গোটা বিশ্বজুড়ে পালিত হয় ‘নার্স দিবস’। বিশ্বের সকল নার্সকে তাঁদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্য শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। এদিন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী। আর তাই বিশ্বজুড়ে সকল নার্সকে শ্রদ্ধা জানাতে এই দিনটিই বেছে নেওয়া হয়। তিনি ছিলেন আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা। সমাজ সংস্কারক, পরিসংখ্যানবিদ এবং আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ১৯৬৫ সালে প্রথম আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়।

বিশ্বের অনেক হাসপাতালে ৬ মে থেকে ১২ মে পর্যন্ত ‘আন্তর্জাতিক নার্স সপ্তাহ’ পালন করা হয়। এবছরের থিম হল নার্সেস- আ ভয়েস টু লিড- ইনভেস্ট ইন নার্সিং অ্যান্ড রেসপেক্ট রাইট টু সিকিওর গ্লোবাল হেলথ

Comments are closed.