সারাদিন আকাশ মেঘলা, ভিজলো তিলোত্তমা

ফের ভিজল শহর। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকালেও আকাশের মুখ ভার। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। বুধবার থেকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার জন্য এই বৃষ্টিপাত।

হাওয়া অফিস সূত্রের খবর, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিযে ভারী বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘলা থাকবে। তবে শনিবারও বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। রবিবার থেকে আকাশ ধীরে ধীরে মেঘমুক্ত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Comments are closed.