কলকাতায় শুক্রবার চলতি মরশুমের শীতলতম দিন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
আসানসোলের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। দার্জিলিঙের তাপমাত্রা ১০ এর নীচে। এদিন দার্জিলিংয়ে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল ডিসেম্বরের মাঝামাঝি সময় পাকাপাকিভাবে শীত পড়বে। সেইমত কনকনে ঠাণ্ডা র অপেক্ষায় বঙ্গবাসী।
কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও নামছে তাপমাত্রার পারদ। আসানসোল ১০ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া- ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং ৭ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। দিঘা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। হাওড়া ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব নেই বাংলায়। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, অবস্থার পরিবর্তন হতে পারে শনিবার থেকে। তাপমাত্রা বাড়তে পারে কিছুটা।
Comments are closed.