বুধবার থেকে শুরু ‘দিদির সুরক্ষা কবচ’; গ্রাম থেকে  শহর মানুষের দুয়ারে পৌঁছাবে তৃণমূল 

আগাম ঘোষণা মতোই ১১ জানুয়ারি, বুধবার থেকে শুরু হয়ে গেল তৃণমূল মেগা কর্মসূচি ‘দিদির দূত’। রাজ্যের ২ কোটি পরিবারের প্রায় ১০ কোটি মানুষের কাছে পৌঁছাতে রাস্তায় নামছে তৃণমূল নেতা কর্মীরা। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি রাজ্যের মোট ১৫ টি প্রকল্পের সুবিধা সকলের কাছে পৌঁছেছে কিনা তা খোঁজ নেবে ঘাসফুল শিবির। সারাদিন ব্যাপী কর্মসূচি থাকবে। যার মধ্যে দুপুরে কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ থেকে রাত্রি যাপন সবই থাকছে। 

২ জানুয়ারি কর্মসূচি উদ্বোধনের সময়তেই জানানো হয়েছিল, তৃণমূলের শীর্ষ নেতারাও বিভিন্ন অঞ্চলে গিয়ে রাত্রি যাপন করবেন। সেখানকার স্থানীয় মানুষের অভাব অভিযোগ শুনবেন, স্থানীয় সংগঠনের হালহকিকত বোঝার চেষ্টা করবেন। নেতাদের এই সফরের নাম দেওয়া হয়েছে ‘অঞ্চলে একদিন’। সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিরা কোন কোন অঞ্চলে যাবেন, কোন কর্মীর বাড়িতে রাত্রি যাপন করবেন তার একটি তালিকা আগে থেকেই প্রস্তুত করা হয়েছে। আজ থেকে সেই মতো দলীয় নেতা কর্মীরা অঞ্চল সফর শুরু করবেন। 

উল্লেখ্য, গত ২ জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির উদ্বোধন করেন তৃণমূল নেত্রী। দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের সব প্রথম সারির নেতারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে একটি অ্যাপও লঞ্চ করা হয়। তৃণমূল কর্মীরা স্মার্ট ফোনের মাধ্যেম সাধারণ মানুষের অভাব অভিযোগ অ্যাপ-এ নথিভুক্ত করবেন।   

Comments are closed.