সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী, বৈঠক সেরে জানালেন মুখ্যমন্ত্রী  

প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিট বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের যাবতীয় দাবি দাওয়ার কথা জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। 

বৃহস্পতিবার অভিষেক ব্যানার্জি সহ ১০ তৃণমূল সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, ১০০ দিনের কাজে রাজ্যর প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্র। আবাস যোজনার টাকাও বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। গ্রামীণ উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের অর্থও এখনও মেলেনি। যা তথ্য চাওয়া হয়েছিল, সব দেওয়া হয়েছে। সব ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও টাকা দেয়নি কেন্দ্র। গরিবের টাকা আটকে রাখা উচিত নয় বলে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। 

সব শেষে তিনি জানান, প্রধানমন্ত্রী সব শেষে বিষয়টি গুরুত্ব সহকারে জানাবেন বলে জানিয়েছেন। এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের নিয়ে একটি যৌথ বৈঠক হবে। এবং কেন্দ্র রাজ্যের প্রতিনিদের মধ্যে তথ্য আদান প্রদান হবে। 

Comments are closed.