ঘোষণা করেছিলেন আগেই, বঞ্চিতদের আর্থিক সাহায্য পাঠালেন অভিষেক 

১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। এই অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে তৃণমূল। নেতাজি ইন্ডোরের সভা থেকেও ফের একবার দিল্লিতে গিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জি। এই অবস্থায় প্রতিশ্রুতি পালন করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। আগেই জানিয়েছিলেন, ১০০ দিনের কাজ করেও যাঁরা পারিশ্রমিক পাননি, তাঁদের আর্থিক সাহায্য করবেন। সেই মতোই বঞ্চিতদের আর্থিক সাহায্য পাঠালেন অভিষেক ব্যানার্জি। সেই সঙ্গে একটি করে চিঠিও পাঠিয়েছেন তিনি। 

১০০ দিনের কাজের বকেয়া টাকায় আদায়ে বঞ্চিতদের নিয়ে দিল্লি গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। সেই সময় তিনি জানিয়েছিলেন, বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে যেমন আন্দোলন চলছে তা, জারি থাকবে। পাশপাশি বঞ্চিতদের তিনি নিজে সাহায্য করবেন। সেই মতোই প্রতিশ্রুতি পালন করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। 

অভিষেক ব্যানার্জি যে চিঠি পাঠিয়েছেন, তাতে বাংলার বকেয়া আদায়ে তৃণমূল যে লাগাতার আন্দোলন করছে সেই কথাও উল্লেখ করেছেন। কেন্দ্র রাজ্যের কত টাকা আটকে রেখেছে, বকেয়া আদায়ে তৃণমূল কোন পথে আন্দোলন করছে তারও উল্লেখ করা হয়েছে। 

Comments are closed.