‘২৪’-এ এত আসন বাংলা থেকে দিন যাতে মোদীজি বলেন, বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি: শাহ 

এর আগে বীরভূমের জনসভা থেকে ৩৫টি লোকসভা আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার ধর্মতলার সভা থেকে কোনও সংখ্যা না বললেও লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিলেন অমিত শাহ। পাশাপাশি তিনি এও দাবি করেন, ২০২৬-এ  বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলকে উৎখাত করে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। 

এদিন বক্তব্য রাখতে উঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালে বাংলা থেকে আপনারা এতগুলো আসন মোদীজিকে দিন, যাতে উনি বলতে বাধ্য হন যে বাংলার জন্যই প্রধানমন্ত্রী হয়েছি। এদিন তৃণমূলকে উৎখাত করারও ডাক দেন অমিত শাহ। তাঁর কথায়, ২০২১ সালে রিগিং হওয়া সত্ত্বেও বিজেপি শূন্য থেকে ৭৭ খানা আসন পেয়েছে। আজকের সভা দেখে আমি নিশ্চিত, ২০২৬-এ বাংলায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। 

Comments are closed.