দলনেত্রীকে সামনে রেখে ‘বকেয়া’ আদায়ের আন্দোলনে ফের মাঠে নামছে তৃণমূল; নভেম্বরে একগুচ্ছ কর্মসূচি 

দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আগেই ঘোষণা করেছিলেন, বকেয়া না মেটালে ফের আন্দোলনে নামবে তৃণমূল। সেই মতোই এবার দলনেত্রী মমতা ব্যানার্জিকে সামনে রেখে দ্বিতীয় বারের জন্য আন্দোলনের প্রস্তুতি শুরু করে দিল ঘাসফুল শিবির। 

জানা গিয়েছে, নভেম্বর মাসে প্রথম ১০ দিন রাজ্যের সর্বত্র ১০০ দিনের কাজ ও আবাস যোজনা প্রকল্পের বকেয়া নিয়ে প্রচার করবে তৃণমূল। এই কাজে দলের একেবারে নীচু তলার নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে জেলা নেতৃত্বের কাছে নির্দেশ গিয়েছে দলের শীর্ষস্তর থেকে। নির্দেশে বলা হয়েছে, বকেয়া আদায়ের দাবিতে দিল্লি এবং রাজভবনের সামনে যে আন্দোলন করা হয়েছিল তার প্রচার চালাতে হবে। অঞ্চল সভাপতি এবং ওয়ার্ড সভাপতিদের এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। 

মুখ্যমন্ত্রীর ছবি সহ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দলের তরফে প্রচার শুরু করা হয়েছে। বছর ঘুরলেই লোকসভা ভোট। ভোটের মুখে বকেয়া আদায়ের আন্দোলন নিয়ে আরও সুর চড়াবে তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের। 

Comments are closed.