আন্তর্জাতিক সমীক্ষায় দেশে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়, ট্যুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অ্যাকাডেমিক র‍্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ২০২০ বা সাংহাই র‍্যাঙ্কিংয়ের বিচারে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করল কলকাতা বিশ্ববিদ্যালয়।
মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখেছেন, যোগ্যতা এবং কর্মদক্ষতার বিচারে ভারতের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা অর্জন করেছে সিইউ।

ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের অনন্য কৃতিত্বের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ট্যুইটে শুভেচ্ছা জানালেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে।
মুখ্যমন্ত্রী তাঁর ট্যুইটে লেখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি সাংহাই র‍্যাঙ্কিং বা অ্যাকাডেমিক র‍্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রথম স্থানে উঠে এসেছে। পাশাপাশি দেশের সবকটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছে।

[আরও পড়ুন- বিরোধী নেতাকে জেলে ভরার হুমকি! হেমন্ত বিশ্বশর্মার ভোট-প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের]

তিনি ট্যুইটে আরও লেখেন, এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত। ইউনিভার্সিটি সমস্ত অধ্যাপক, ছাত্র, গবেষক এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে আমার আন্তরিক শুভেচ্ছা।

ইউনিভার্সিটির পঠন পাঠন, ছাত্রদের রেজাল্ট, শিক্ষার্থীরা পড়াশোনা শেষে যে সব প্রতিষ্ঠানে চাকরি পান, শিক্ষক ছাত্রের অনুপাত ইত্যাদি নানা বিষয়ের উপর নির্ভর করে আন্তর্জাতিক স্তরে বিশ্ববিদ্যালয় গুলির সমীক্ষা হয়।

Comments are closed.