করোনা সংক্রমিত সুজন চক্রবর্তী, মমতাবালা ঠাকুর, ভর্তি হাসপাতালে

চিকিৎসকদের পরামর্শে বেলেঘাটা আইডিতে ভর্তি হন ঠাকুরবাড়ির বড় বউমা

করোনায় সংক্রমিত যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। কোভিড উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি ‌হন।

এদিন চেষ্ট স্ক্যান করাতে হাসপাতালে গিয়েছিলেন সুজন। কোভিডের উপসর্গ থাকায় করোনা টেস্ট করানো হয়। পরীক্ষার ফল আসে পজিটিভ। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, সুজন চক্রবর্তীর অবস্থা স্থিতিশীল। অক্সিজেন চলছে তাঁর।

[আরও পড়ুনঃ কবি শঙ্খ ঘোষের জীবনাবসান, বয়স হয়েছিল ৯০]

বনগাঁ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও করোনা সংক্রমিত৷ বেলেঘাটা আইডিতে তাঁকে ভর্তি করা হয়েছে৷ আপাতত তিনি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রবিবার গাইঘাটায় মমতা ব্যানার্জির নির্বাচনী প্রচারে অংশ নিতে যাওয়ার আগে কোভিড টেস্ট হয় মমতাবালার। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে বনগাঁ হাসপাতালে গিয়ে দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করান। পুনরায় রিপোর্ট পজিটিভ আসে৷ এরপর ওখানকার চিকিৎসকদের পরামর্শে বেলেঘাটা আইডিতে ভর্তি হন ঠাকুরবাড়ির বড় বউমা।

Comments are closed.